রক্তের খেলায় আজ হায়েনার উল্লাস
মানুষের মুখোশে পশু করে বসবাস।
ছিঁড়ে খায়, লুটে খায়, বিবেকের দুয়ার আজ বন্ধ
স্বার্থের করাঘাতে মানুষের সুকুমার অন্ধ।
রাশি রাশি পাঠশালা গজিয়েছে আনাচেকানাচে
সেথা আজ বিদ্যের বহরে মহাজন হুমড়ি খায় যেচে।
কোথায় ঘুমায় নজরুল, সুকান্ত আর রুদ্র
দেখে যাও বাংলায় আকাল আজ চেনা মুখ দয়াদ্র।
এই কী চেয়েছিল মুনীর, জোহা আর কায়সার
সর্বোচ্চ বিদ্যাপিঠে লুন্ঠিত বিবেক সোনার বাংলার।
এ কেমন দিনকাল চিড়িয়া ঘুরেফেরে খাঁচার বাহির
মানুষের জনপদ দখলে সীমারের উত্তোরাধীকারীর।
দিকে দিকে তোলপাড় মানুষ হারালো কোথায়
শাসিত কুঁকড়ে যায় শাসকের অবাধ্যতায়।
মানবতা হিমঘরে একান্ত আলস্য সময় কাটায়
আড়মোড়া দিয়ে সব ফের ঘুমের ঘরে তলিয়ে যায়।
কি হবে এই জাতির ললাট লিখন
দূর্বল মরে যাক সবলের বাড়ুক আরো আস্ফালন।
ক্ষমা করো হে পিতা,সন্তান তোমার হই নি আমরা মানুষ
পশুত্বের আবরণে এক দোআঁশলা পশুরূপ অমানুষ।


রুবু মুন্নাফ
১৮-০৭-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।