এক ফালি চাঁদ, তন্দ্রালু রাত
মেঘ গিয়েছে বাড়ি,
তোমার সাথে মান করেছে
বৃষ্টি দিল আড়ি।
রাগ করো না, রাগ করো না
এমন মাতাল রাত,
গল্প হবে, অল্প অল্প
জাগবো সারা রাত।
ডাহুক বুড়ি ঝিম মেরেছে, ব্যাঙের ঈদের খুশি
জোনাক পোকার ঢেউ লেগেছে, উড়ছে রাশি রাশি।
চাতাল বনে মাতাল হাওয়া
ফুলের বনে মৌ,
কৃষ্ণচূড়ার আগুন ডালে
ডাকছে বউ কথা কও।
শুনবে নাকি মিষ্টি মেয়ে সকাল বেলার গান
ভোর হলো যে মুয়াজ্জিনে ডাকছে আল্লাহ্‌ মহান।
মান করো না, ভান করো না
আদম-হাওয়ার সন্তান,
জাগতে হবে, ছাড়তে হবে
রঙিন পৃথিবীর আহবান।


রুবু মুন্নাফ
৩০-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।