মেঘ করেছে, মেঘ করেছে, সূর্য দিল ডুব
ডাক গুড়গুড়, ডাক গুড়গুড়, মেঘের কত রূপ
মাঝ আকাশে উড়াল দিল পাতালপুরীর পরি
মেঘে মেঘে বেলা গেল, সূর্য দিল আড়ি।
শুনবে নাকি দিনের আলো, দিনের হলো শেষ
সূর্যি মামা ডুব দিয়েছে আলোর নেইকো রেষ।
লোকগুলো সব দৌঁড়ায় দেখ ঝড়ো বাতাস দেখে
আকাশপানে ঢেউ খেলেছে রামধনুর রং মেখে।
আকাশগঙ্গায় ঢেউ উঠেছে সাতটি তারার খেলা
ঢেউয়ে ঢেউয়ে পুরিয়ে গেল আমার সারাবেলা।
বৃষ্টি মেয়ে আসবে নাকি আকাশের বুক চিরে
তুমি বরং একটু থামো সবাই ফিরুক নীড়ে।


রুবু মুন্নাফ
০৪-০৪-২০১৮
গুলশান-২, ঢাকা।