অদৃশ্য সুতোয় ঝুলছে জীবন মহাজীবনের গ্লানি,
-হে চন্দ্রাহত আকাশ, কিসে তোমার দুঃখবোধ?
কোথায় তবে তোমার স্মৃতির কারবার!
মহাকালের সংসার কতটা ভারী
কতটা তার আছে তল, নিজেকে খোঁজার অতল
সে কী কেবলই বয়ে বেড়ানোর ছটফটানি।


কেন মিথ্যে মরীচিকা, আলেয়ায় কেন আলোর সন্ধান
ডাকাতিয়ায় যে প্রতিবিম্ব তা কী আমারই স্বরূপ
নাকি এক টুকরো কাফনে মোড়ানো আমার প্রস্থান।


কি তবে এ জীবনের মানে, কি তার পরিনাম
এক জীবন বয়ে বেড়ানো কতটা তার কাল,
কে জানে কোথায় তার শেষ, কোথায় ঘুমায় মহাকাল।


নিঃসঙ্গতা কী কেবলি জন্মগত নাকি অসীমের সংসার
জননীর জঠরে গাঢ় নিস্তব্ধতা তবে জীবনের সার
হায়! মহাকাল, তবে বুঝি শূন্যতায় মিলে হব একাকার।


বেদুঈন বুকে হন্তারক যেন ছায়া হয়ে ঘুরে চলে
কী আছে বিশ্বাস, কখন কে গোপন ছোরা মারে,
হে  মহাকাল, পুরাল এবার, শিকারি বাজ আঘাত করে।


রুবু মুন্নাফ
১৬-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।