আজ এতটা পথ ঘুরে এসেও পথ চলা থামে নি
এক জীবনের হিসেবের খাতায় ধূলোর আস্তরণ
কোন ফাঁকে মিসিসিপির জল পশুর নদীতে মিলাল
শিরোমণির বুকে বুক চিতিয়ে যে জোয়ান লড়ে গেল
তার স্মৃতি আজ এক টুকরো খুলনার প্রতিবিম্ব
করমজলের বুক ছিড়ে কুমিরের কৃত্রিম বন্ধী সঙ্গম
প্রকৃতি আজ রামপালের মুখে অস্তিত্বহীন তড়িৎ বিস্তারে
খান জাহানের মাজার ভক্তির ফসল উৎপাদনের বখরা
শুশুকের ডুব সাতার আটকে আছে মনুষ্য কলেবরে বাণিশান্তার রমণীর নাভির নিচে আটকে আছে যৌবন
কতটা পথ হেঁটে এসেও মনে হয় আজ আমি জাতিস্মর
চিরকালিক এক যাযাবর বসত করে আমার অস্তিত্বে
তবু মনে হয় এক অচিনপুরির মাঝে হারিয়ে বেড়াই
মন আমার এক অচিন যাযাবর।


রুবু মুন্নাফ
নিরালা আ/এ, খুলনা।