কারাগার


মাঝে মাঝে হয় না এমন, মন কেমন করে
দুঃখ না, বেদনা না, ঘুমোট মেঘ ধরে,
হঠাৎ করে নিশুতি রাতে ঘুম ভেঙ্গে গেলে
কি যেন কী নেই বলে বুকটা খাঁ খাঁ করে।
জনস্রোতে হাঁটতে গিয়েও একলা একলা লাগে
ভীষণ ভোরে চমকে উঠে থমকে বসে থাকে,
আপন মনে কি যেন কী বিড়বিড়িয়ে উঠে
একলা চলা, একলা বলা, নিজেকে গুটিয়ে রাখে।
মন খারাপের বৃষ্টি যেন টাপুরটুপুর ঝরে
থমকে থমকে চমকে চমকে বিজলি মেয়ে ডাকে,
দূর আকাশে ফ্যালফ্যালিয়ে কি যেন কী দেখে
সুখ না, আনন্দ না, কি যেন খুব যতনে আগলে রাখে।
এর নাম কী গুমরে মরা নিজের মনের মাঝে
বলা তো যায় না বুকের মাঝে কিসের ব্যথা বাজে।
মনের মাঝে বসত করা আজব এক সংসার
কি যে চায় বলতে পারে না যেন অদৃশ্য কারাগার।


রুবু মুন্নাফ
২৮-০৮-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।