শেষ বিকেলের নরম রোদ মিড়িয়ে আসে আকাশে
আমার স্বপ্নের ফানুস উড়ে হারানো সকাশে।
একটু আদর আমার চাই
কিছু উষ্ণতা হোক না,
ঝুল বারান্দায় আমার অপেক্ষা
বাতাসে মিলিয়ে যাক না।
কতটা তবে আমার অধীরতা মিলাক তার পাখনা
তোমায় ছুঁয়ে যাবার বাসনা আকাশ ভরা থাক না।
ছুঁই ছুঁই জলে ভেসে ভেসে চলে ভাললাগার বারতা
ক্রিমসন থালি ডুবে ডুবে চলে বাড়িয়ে সুখের মুখরতা।
নগরীর যত কালনাগিনীর দল ফণা উঁচিয়ে দেখে
-তোমাকে ; জুল জুল চোখ,
আমার মনের গহীন কোনে তিল তিল গড়া তোমার ছবি
ছুঁয়ে দিতে চায় লকলকে জিভের ডাইনির ঝাঁক।
তোমার বাহুর কিনারায়, একটু মাথা রাখতে চায়
আমার মন,
চুলের মাঝে বেণী কেটে কেটে আদর করতে চায়
বোঝাতে আমি কতটা তোমার আপনজন।
চিরকালিক আমি খুঁতখুঁতে ভাব কতটা আমি গোছালো
সিঁথা দাঁত তবে কেন ভালো লাগে জানবে না তা কেউ
ঢুলুঢুলু চোখ রাত্রি ঘুমায় আমি থাকি জেগে
অপলক চোখ তোমায় দেখে রাত্রি কখন পোহালো।
এতটুকু তবে চাওয়া আমার হিরক রজনী হোক
আমি তুমি মিলে আমরা দু'জন জনম বসত করুক।


রুবু মুন্নাফ
২০-০১-২০১৮
নিরালা আ/এ, খুলনা।