আমার নৈঃশব্দ্য দরকার যা আমি চিরকালই খুঁজেছি
অথচ এক অদৃশ্য শত্রুর বেড়াজালে আষ্টেপৃষ্ঠে আছি
এমন খাঁ খাঁ বিরানভূমি তো আমি চাই নি কোনকালেই
এখন আমি তা পাই আমার হাতের নাগালে হাত বাড়ালেই।


স্পর্শ তো একান্তই আরাধ্য আমার ছিল সবসময়
অথচ দূরত্ব আজ গ্রাস করেছে কালের অতল গুহায়।


এই নৈঃশব্দ্য কী আমি চেয়েছিলাম আমার প্রাণে
নাকি অসীম কোলাহলে ডুব দিতাম আমার মনে
হায় ধরিত্রী! আমার পাপে তুমি আজ ক্ষত-বিক্ষত
এতটুকুও ঘুমাতে পারো নি কেঁদেছো অবিরত
তাই বুঝি এমন নৈঃশব্দ্যে ও উল্লাসে মাতোয়ারা
এমন পাল্টা আঘাত হেনেছো দিয়ে ঈশ্বরের আদেশে সাড়া।


আমরা কী ভুলে গেলাম নূহের প্লাবন কিংবা আ'দ আর সামুদের ধ্বংস
তাই কী ঈশ্বর আমাদের ছেড়েছে ঢেকেছে বিনাশ
হে ঈশ্বর পরম পরাক্রমশালী শক্তি আজ নতজানু
খোঁজে আকাশে মুক্তির পথ, হয়েছে এতটা ক্ষুদ্রাণু।


এতো অসীম নৈঃশব্দ্যে আজ আমি কুপোকাত
কিছুটা প্রাণের স্পন্দন স্পন্দিত হোক চেনা শহরে,
ছুটে চলা জীবন ফিরে আসুক হাসুক রাজপথ
এই ধরিত্রী আমি প্রাণখুলে দেখতে ছুটে আসতে চাই বাহিরে।


রুবু মুন্নাফ
০১-০৪-২০২০
বনশ্রী, ঢাকা।