ফেলে আসা স্মৃতি, তিলোত্তমা ঢাকা
খুব মনে পড়ে যায়; একি স্মৃতি কাতরতা।
প্রিয় ঢাকা- বেইলি রোড, শিল্পকলা
ছবির হাট হয়ে বকুল তলা
সব কিছু মিস করছি ভীষণ।


শাহবাগের আড্ডা, চারুকলার পাকোড়া
মামুনের তেহারি, হাজীর বিরিয়ানী
বিসমিল্লার কাবাব, বিউটির লাচ্চি, নিরবের ভর্তা ভাজি
পুরান ঢাকার অলিগলি-
সব কিছু মিস করছি ভীষণ।


জগা বাবুর পাঠশালা, রফিকের চায়ের দোকান
ভিক্টোরিয়ার ফাঁসির মঞ্চ, আহসান মঞ্জিলের সবুজ উদ্যান
দূষিত বুড়িগঙ্গায় নৌকা বিহার কিংবা
বাংলাবাজারের বইয়ের দোকানে ঢুঁ মারা
সব কিছু মিস করছি ভীষণ।


প্রিয় ঢাকা- তোমায় নিয়ে কত হেলাফেলা;
তুমি অতি মানুষের নগরী, তুমি যানজটের শিরোমণি
তুমি অনিয়মের কারখানা, তুমি নিয়ম ভাঙ্গার আঁতুরঘর-
তবুও তোমার কাছেই থাকতে চাই, সব কিছু মেনে নিয়ে
তোমায় মিস করছি ভীষণ।


রুবু মুন্নাফ
১৯-০৪-২০১৪
ফয়েজ লেক, খুলসী, চট্টগ্রাম।