অবনী শুকতারায় মাখামাখি


শেষ রাতের প্রার্থনা মিলেমিশে একাকার
আমার ধমনী, শিরা, উপশিরায় প্রশান্তি নামুক,
শুকতারাটা বরং আমার আপন হোক।


ঐ দূর আকাশপানে কত তারার মেলা
তাদের মাঝে আমার তো নেই কেউ- সবাই অধরা।
রাত পুরাবার একটু আগে জ্বলজ্বলিয়ে হাসে
লক্ষ কোটির মাঝে সে যে স্বমহিমায় ভাসে।


পুবের আকাশ, ভোরের বাতাস, শুকতারাটির বাড়ি
মাঝের ক'মাস ঘুমিয়ে কাটায় আমার সাথে আড়ি।
লুব্ধকের ঐ বুকের উপর অব্যর্থ তার আলো
শশীকলার মাঝেও সে যে আপন দ্যুতি ছড়ালো।


রুবু মুন্নাফ
১০-০৭-২০১৭
গুলশান-২, ঢাকা।