অপেক্ষায় থাকুক আজ ঘুম
বাদলে বুঝি ভিজতে চায় মন,
একপাশে সরিয়ে রেখে নিদ্রালু দু'নয়ন
উচাটন মন কাকে যেন খোঁজে অকারন।
ঝিরঝিরে বরষায় বাড়ানো হাত ভিজে যায়
ভিজতে কী পারে জেগে থাকা মনের গহীন কোণ?
বরং আজ ঘুমের অপেক্ষা বেড়ে যাক, রাত হোক ভোর
হায়! এ কেমন চাপা বেদনা, কোথায় আছে প্রিয়জন।


অকস্মাৎ বিদ্যুৎ চমকে রাতের নিকশতা কেটে যায়
প্রিয়হারা কার কান্না চুইয়ে পড়ছে ধরনীর বুকে
বৃষ্টি কী জানে কোন প্রিয়তার কান্না এতে মিশে আছে!
ধুয়ে মুছে দিয়ে বুকের বেদনা বৃষ্টি যাবে বাড়ি
হাত বুলিয়ে, ঘুম পাড়িয়ে, নরম আবেশে মাখি
দীর্ঘ রজনী জেগে থাকা যায় সে যদি ফিরে যায় পাছে।


রুবু মুন্নাফ
০৫-০৩-২০১৯
দক্ষিণ বনশ্রী, ঢাকা।