প্রিয়;
চোরা স্রোতে হারিয়ে যাওয়া আমার ধূসর গোধূলি বেলা-
এ সময়টায় তুমি কেমন আছো?
কিছু কী মন খারাপ করা স্মৃতি দেয়ালে উঁকি দেয়?
কিংবা বুকের গহীন কোণে হাহাকার তোলা ভোরবেলা
হঠাৎ সূর্যাস্ত ডিমের কুসুমের ন্যায় ম্যাজেনিনের বারান্দায়।
আমার ভুলে ভরা জীবনের কোন এক সন্ধিক্ষণে
এক টুকরো রোদ উঠেছিলো- মনের মনিকোঠায়।
তারপর ইতিউতি করা এক জীবনের সায়াহ্ন দোরগোড়ায়
চোরা স্রোত হারালো আমার সোনালী বিকেল বেলায়।
প্রিয়;
তুমি ও কী আছো তোমার ঝুল বারান্দায়
দাঁড়িয়ে আমার অপেক্ষায়!
সেদিনও ছিল তোমার হাত আমার হাতের কিনারায়
পাশাপাশি হেঁটে ও দু'জন ছিলাম দূর অজানায়।


রুবু মুন্নাফ
০২-০২-২০২৩
গুলশান-১, ঢাকা।