তারপরও হৃদয়ের গহীন কোণে-
এই বুকের গভীরে কিছু একটা থেকেই যায়!
শীত, বর্ষা আর বসন্তে ধীরে হয়তো উন্মনা ভাব কেটে যায়
অতি ধীরে আপন মন, শোকের রেশমি চাদরে জড়ায়।


সেই যে সেবার দারুণ শীতে পত্রলেখা চলে গেল
দিন, মাস, বছর পেরিয়ে ও তাকে কী ভোলা গেল?
কত সুখী গাছের পাতারাও ফিরে ফিরে আসে যায়
আমায় ছেড়ে প্রিয়তমা কেন ঘুমায় নিশ্চিত নিরালায়।


চাপ চাপ ব্যথা তার মাঝেও জীবন কী থেমে যায়
গৃহস্থালি আর শোকের চাদর পাশাপাশি হাঁটে ধীর পায়
এই যে জীবন এক জীবনে কী তার পাট চুকে যায়
প্রিয়ে ছেড়ে যাওয়া পত্রলেখা কী আজো অপেক্ষায়।


রুবু মুন্নাফ
০৩-০১-২০২২
বনশ্রী, ঢাকা।