শুভ সকাল, প্রিয়তমা।
প্রাণের স্পন্দনে স্পন্দিত তোমার আনাগোনা,
সকালের তেজদীপ্ত সূর্যের আলোয় আঁকা আল্পনা
হয় যদিও বা কিছু ভুল তবে করিও তুমি ক্ষমা
তুমি তো জানো শীতে আমার রোদের কাঙালপনা।
বসে বসে ভাবছি আর কাঁদছি রাতের প্রার্থনায়
দিনমান তামাশা করে বলে কিসের জন্য এই কান্না
কিসের বিহনে অশ্রু ঝরে কিসে এতো যন্ত্রণা
সকালের নরম রোদ তোমার আনাগোনা।
রাগ করে না, লক্ষ্মী সোনা, জীবন মানে কী যন্ত্রণা
এক জীবনে আমার না হলে হাজার জীবন চাই না।


রুবু মুন্নাফ
১৫-১১-২০২০
গুলশান-১, ঢাকা।