আমার ঘরে আজ সূর্য আসে নি
আমি গিয়েছি তার কাছে
বড় নির্দয়তা নিয়ে আমায় বরণ করলো
কি দরকার ছিল এতটা পাষাণে বুক বাঁধার?
সাগর দুহিতার বৈরি আচরণ বুকে বিঁধল বারবার।
কিছুটা বরং শান্তি দিল পতেঙ্গার হারবার
সাগরের উত্তাল ঢেউয়ে আছড়ে পড়ল আমার ক্লান্তি
নির্মিলিত সূর্য বুঝি জানান দিল
সময় হয়েছে ঘরে ফেরার।
কি অপরিসীম আক্রোশে কূল ছাড়িয়ে আসে ঢেউ
সন্ধ্যারাগে নীড়ের পাখির ডানা ঝাপটানোয় কতটা ভয়
কতটা তার হাহাকার দেখলো চাইলো না কেউ।
আমার চোখ জড়িয়ে আসে;
ক্লান্তি আমায় ক্ষমা করে নি, হয়েছে বরং নির্দয়
আমার ঘুম আসে শীতাতপের মৃদু হাওয়ায়
প্রিয় সাগর দুহিতা তোমার কোলে নিয়েছি আশ্রয়
আমায় একটু বিশ্রাম নিতে দাও।


রুবু মুন্নাফ
২৪-০৪-২০১৮
হোটেল এশিয়ান এসআর, চট্টগ্রাম।