একটানা বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হয়
কার প্রিয়হারা কান্নার করুণ বিলাপ
এই বুঝি প্রিয়জন আসবে মিশে যেতে মেঘনার কোলে-
নদীর বুকে জেলেদের সংসার জমেছে বেশ
টিমটিমে আগুনের সলতেয় বেজেছে সান্ধ্য আরতি,
জলের দৈত্যের বুকে ভালোবাসায় মত্ত কপোত কপোতি।
এখানে এই ডেকের কোলে এক আজব সংসার পেতেছে কতগুলো অচেনা মানুষের মাহফিলে।
ওই দূরে আজান ফুকায় মুয়াজ্জিন,
বাতাসে তার প্রতিধ্বনি- 'আল্লাহু আকবার'
বিধাতা সহায় জলের বুকে দোয়া কবুল করো, আমিন।
এলেবেলে চিন্তায় ডুব দিতে দেয় না খোলা আসমান
লক্ষ কোটি তারার মেলায় বড় ক্ষুদ্র মনে হয় নিজেকে
সমস্ত আকাশটাই যেন ডাক দিয়ে যায় বিশালতায়,
জল কেটে কেটে যায় দৈত্যের আপন ঠিকানায়।


রুবু মুন্নাফ
২৬-১০-২০১৮
এম ভি ইমাম হাসান, মেঘনা নদী।