রাজা বলেছে; সুখী জনগণ


আমাদের সাথে ষড়যন্ত্রে মেতেছে গোটা বিশ্ব
ঘরে বাহিরে তুমুল যুদ্ধে করেছে ক্লান্ত নিঃস্ব
ঘরে থাকা দায় ভনভন সুরে মশাদের সংগ্রাম
পঙ্গপালের শানিত আক্রমনে কানে বাজে সারগাম।
বাজারে আগুন, মূলোদের হাসি চওড়ায় ছুঁতে চায় কান
গরীবের ঘরে সুন্দরী বধূর সাজে সজ্জিত আচকান
আয়ের নিরিখে ঘরের লক্ষ্মী বাহিরে উপচানো ধন
রাজা বলেছে; সুখে কেমন ডগমগিয়ে চলে জনগণ।


হায় ঈশ্বর! জাতে উঠে গিয়ে হলাম বুঝি সবার চক্ষুশূল  ইতর, চামার ভাগ পেতে চায় থাকে যদি দাও ফলমূল।
আকাশে আজ গড়েছি ঘর, উড়ে চলে যায় গাড়ি-
থাকুক, নিচে কেন তাকাও মিছে উঠো তবে ধূলো ছাড়ি
সৌধ গড়েছি, অষ্টব্যঞ্জনে হয় রোজকার আপ্যায়ন
তুমি শালার রইলে পড়ে চিরকালীন হাতপাতা জনগণ।


রুবু মুন্নাফ
১১-১১-২০২১
মেঘনা নদী, মূন্সীগঞ্জ।