নির্দয় এক লোভী যাদুকর শূন্যে ছড়ি নাড়ে
কী ভীষণ রকম একরোখা জেদ রাহুর গ্রাসে ছাড়ে
সব কিছু এলোমেলো হয়; টলে না শুধু কম্পিত হৃদয়
থরে বিথরে রাখা আছে সাজানো গোজানো বিস্ময়।
পারুল বোনের অপেক্ষার কাল বুঝি পুরালো
সাত ভাই চম্পা রাজার কুমার ঘুম ঘুম ভোরে ফুটলো
ময়ূরপঙ্খি নাও ছুটে চলে অচিন দেশের বুক চিরে চিরে
রাজকুমার তবু বন্ধী ঘরে, একা একা কী খুঁজে মরে।


রাত্রির কাল বড় বেসামাল ঢুলু ঢুলু চোখে মদিরার টান
গল্পের ডালি বাড়ায় নিদালী এ কেমন শূন্যতা ভর করে,
যাদুর ছড়ি হায় ঘুরে ফেরে পারুল বোন তাই একা ঘরে।
অচিন দেশের রাজার কুমার ঘোড়া ছোটায় নিরুদ্দেশে
বন্ধী জীবন দূরে ঠেলে রাজকুমারীর অচিন দেশে,
ঘুমের মাঝে ঘোড়া ছোটে স্বপন বুঝি মিলায় শেষে।


রুবু মুন্নাফ
২৫-০২-২০১৮
গুলশান-২, ঢাকা।