এ কোন জনপদ
ঘিরে থাকা বন্য শ্বাপদ,
ছিঁড়ে খায়, টেনে নেয়
এ মাটির সন্তান- নেই কোন প্রবোধ।
করজোড়ে মিনতি- দূর্বলের চিৎকার
হায়েনা থাবা দেয়- বুক ভরা হাহাকার।
খুবলে নেয় এ মাটির কত শত সন্তান
বাড়ে আরো দিন দিন মজলুমের বলিদান।
হাসে কারা উল্লাসে রক্তের উৎসবে
শৃগালের কূটচালে কুমিরের ঘর ভরে খোয়াবে।
বিবেকের বাতিঘর চলে যায় ঐ দূর পারাবারে
চলে যায়, বলে যায়, আসবে সে আবার ফিরে।
ভেবো নাকো কোনদিন বৃক্ষেরা মরে যায়
পাতা, ফুল ঝরে গেলেও মূলটুকু ফেলে যায়।
তোলা থাক আগামীর যত আছে হাহাকার
জীবাশ্মরা ফিরে আসে ঘুরেফিরে বারবার।


রুবু মুন্নাফ
০২-০৬-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।