নিষ্ঠুর শহরের বুকে ভোর হয় না
কেবলই অতলে হারায় ভবিতব্য; নামে অবসাদ
এই কী তবে স্বাধীনতার ফসলের ভাগ
আমি থাকি ভুখা নাঙ্গা তুমি গড়ো প্রাসাদ।
এতগুলো বছর পেরিয়ে এসেও ভাগাভাগির সংসার
কেউ পায় কোরমার ভাগ, কারো উপোসি কারবার।
চাকচিক্যের ভারে নতজানু-
সামষ্টিক জনপদের ফরিয়াদ,
তবুও সংরক্ষিত থাক
অপুষ্টবীজে জন্মানো বৃক্ষের আবাদ।
যুবার শক্তি কোথায় নিহিত, কোথায় তার বসবাস
আগল ভাঙ্গা বজ্রমুষ্ঠি, অনলবর্ষী নিঃশ্বাস।
নায্যতা কী অঘোরে ঘুমায় কাটিয়ে নাগপাশ
সাম্যতা তবে কবে হবে আসবে সমান সুবাতাস।


রুবু মুন্নাফ
১১-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।