জানালার পাশটিতে বসো না যেন;
বৃষ্টির ছাঁট এসে তোমায় ভিজিয়ে দেবে,
ঠান্ডা লেগে যাবে তখন;
তোমার অধর, চিবুক ছুঁয়ে জল নামতে দিও না
আমার আপাত স্পর্শ মুছে দিয়ে যাবে।


তুমি বরং শার্সিতে জল গড়াতে দাও
জলের প্রতিটি বিন্দুতে বিন্দুতে খেলা দেখ,
যদি খুব করে মন চায়- ভিজতে;
তবে হাতটুকু শুধু বাড়িয়ে ধরো
জেনে রেখ আমি চেয়ে রব অনিমেখ।


রুবু মুন্নাফ
২৫-০৭-২০১৭
গুলশান-২, ঢাকা।