একটুখানি বাড়িয়ে দিয়ে শরীরটাকে
টেনে নিয়ে যাচ্ছি অবিরাম শব্দহীনভাবে,
মুখ বুজে যাবতীয় ধূলোবালি আঁকড়ে থেকে-
কেবল মাঝে মধ্যে বিশ্রাম নিই দিনান্তে নিজের অবয়বে।
এ এক আজব শামুকের সংসার; এতটুকুন ঘর,
তবুও পথচলার শেষ নেই, কী অনিঃশেষ শব্দযূগল
কতটা দোর্দণ্ড প্রতাপে অকূল পাথার টেনে নিয়ে যায়
ঘুরেফিরে সেই খোলসে মুখ ঢাকতে হয় আবার।


জীবন বুঝি শামুকের খোল-নলচের সমাহার
এতটা পথ একা একা টেনে নিতে হয়
তবু কী মেলে সংবাদ সুখের নতুন বারতার।
জীবন তো শামুকের গর্তে মুখ লুকোনার জন্য নয়
সমষ্টি নিয়ে জীবনকে মিলেমিশে মেনে নিতে হয়
বরং না হই যেন একাকী, এই হোক প্রত্যয়।


রুবু মুন্নাফ
০৩-০৪-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।