এসেছে ভোর, অবাক সূর্যোদয় নিয়ে
এক চিলতে রোদ উঁকে দিচ্ছে আমার বারান্দায়,
সোনাঝরা রোদের ঝলকে চোখ পিটপিট করে
ওদিকে ডাহুকের দল হল্লায় মেতেছে ঝিলের আখড়ায়।
এ শহরে নাকি কখনো ভোর হয় না!
সারাদিন ব্যস্ত নগরবাসী ভোরের আলো দেখতে চায় না
উদয়াস্ত কাজের চাপে ভোর তাদের দেখা হয় না
বরং ঘুমটুকু তাদের একান্ত আরাধ্য; ভোরের মুগ্ধতা না।
অথচ খঞ্জনাটি লাফিয়ে উঠে বারান্দায়, অবাক শিহরণে
জোড় শালিকের দল একান্তে গৃহস্থালি আলাপে মত্ত
দেয়ালের কোন এক ফোকরে সুখী চড়ুই দম্পতি-
দিনমান সঙ্গমে লিপ্ত বাহ্যিকতা ভুলে, তুলে অনুরঁজনে।


রুবু মুন্নাফ
০৬-০৯-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।