শ্বেতপদ্ম আগুনে কেন ফুটলো?
সে কেন পুড়ে গেল না!
এমন নিঁখুত আকৃতি তাকে কে দিল-
কে আঁকলো তার এমন আলপনা।


বানভাসি পদ্ম আজ আগুনে ভাসমান
পদ্মর এমনই রূপ; অনলে হয় না দহন।
এমন শিহরণ জাগানিয়া অনুভূতি তাকে কে দিল
কে দিল তাকে আগুনে বাঁচার প্রেরণা।


অনলেরে করে বশ; অনলে করে বসবাস
একি অদ্ভুত অবরোহন; অনলে হয় না দহন,
শ্বেতপদ্ম বুঝিবা অনলেরে করল বশীকরণ
না হয় কেন পুড়ল না! দিব্যি আগুনে ভাসমান।


রুবু মুন্নাফ
০৩-০৫-২০১৪
ফয়েজ লেক, খুলশী, চট্রগ্রাম।