আত্মা কাঁদে আত্মার তরে আত্মভোলা মন
রঙিন জীবন ভেসে উঠে আঁধারে খুঁজো জীবন।
এ বড় আজব খেলাঘর, শূন্য বসত তবুও বানাই ঘর
আমি তুমি আমরা মিলে চোরাবালির সংসারই সার।
কোথায় পালায় অচিন পাখি ছিঁড়ে সুখের বাঁধন
দুঃখ পুষে মনের কোণে শূন্যে খোঁজে স্বজন।


একলা জীবন কঠিন যেমন শক্ত বড় বাঁধন
পথের মাঝে ধূলায় উড়ে সেথায় মিলায় আপনজন।
কিসের মায়া নিজের কায়া ছায়াতে মিলায়
আপন ভেবে ডাকো যারে সে কী ফিরে চায়।
মানব জনম সত্য যেমন মৃত্যু ও অব্যয়
যতই বাঁধি মায়ার ডোরে চলে যেতে হয়।
হাতড়ে বেড়াই পাপের বোঝা, সত্য মুখ লুকায়
কিসের বড়াই নষ্ট পূজে ভ্রষ্ট জীবন পালায়।


রুবু মুন্নাফ
১১-০৩-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।