পৃথিবীটা অন্ধকারে ঢেকে গেছে,
কোথাও আলোর অস্তিত্ব নেই
বোকার দল সব কৃত্রিম সঙ্গমে লিপ্ত
এতটুকু আলোর ভরসাও আজ ফিকে হয়ে আছে।
আকাশের বাড়িতে ঘোর মেঘের আনাগোনা
সত্যরাজের কোথাও ঠাঁই নেই- কেবল পলায়নপর,
উন্মাদের হাতে বন্ধী সূর্যের অতিকায় রশ্মীর কণা
কোথাও খুঁজে পাওয়া যায় না তল; অসীম পারাবার।


আলো চাই, পৃথিবীটাকে ফলবতী করতে হবে,
আপন অস্তিত্ব টিকিয়ে রাখতে মানুষের আলোয় বসত
এ কেমন মেঘের ঘনঘটা - সূর্যকে ফিরে আসতে হবে।
মিথ্যায় আর কত ঘর বাঁধব, কোথায় রাখব সে সৌধ,
ন্যায়ের ঝান্ডা বড়ই ভারী, ধরে রাখতে জানে কজনে
এসো মিলে করি সূর্যস্নান, করি ছায়া অবরোধ।


রুবু মুন্নাফ
০৬-০৬-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।