তুমি ঘুমাও আমার বুকে মাথা রেখে
আমি যত অদৃশ্য ছবি এঁকে দিব তোমার চুলে
বিনুনি কাটব হালকা ছালে
এলোকেশে বিন্যস্ত দাঁড় টানব এঁকেবেঁকে।
অন্তত কেউ একজন তো বুঝুক
কতটা সংসারী আমি হতে চেয়েছিলাম।
কি বিবর্ণ দিনগুলি মোর গাঁথা আছে
অল্প অল্প ভাঁজে তোমার বেণীর প্রতিটি বাঁকে।
অথচ কি নিদারুণ পরিহাস
আমি কবি হতে চেয়েছিলাম!
সংসার ধর্ম আর কবির ধর্ম কি মেলে
দু'জন যোজন যোজন দূরের সারথি।
আমি গৃহী না বিবাগী?
তোমার আমার মাঝে এ দুয়ের বড় ফারাক।


তুমি বরং ঘুমাও
আমি পুড়ি আমার আগুনে।


রুবু মুন্নাফ
১৫-১১-২০১৭
দক্ষিণ বনশ্রী, ঢাকা।