কিগো মেয়ে; খোঁপায় কেন বেঁধেছ লাল গোলাপ,
বুকের গহীনে বুঝি রাঙাতে চাও ভালোবাসার রঙে
-নাকি রক্তক্ষরণ চুয়িয়ে দিতে চাও প্রতিটি অনুরণনে,
হয়তো আমিই অবুঝ;
বুঝিনি তো কী এই ভালোবাসার মানে।


ওগো মেয়ে; নীল শাড়ি কী নীলাকাশ থেকে নিলে
সে কী বেদনার রঙে সাজাবে বলে,
বিষের নীল বুঝি বেদনায় মাখামাখি
-কালশিরা ফুলে ফুলে ওঠে;
অস্তিত্ব আমার হয়েছে লীন, সে কী আমারই ভুলে।


শোন মেয়ে; কপালের টিপটা অত গোলগাল কেন!
আমার পৃথিবী তো চিরকালিক এবড়ো থেবড়ো
তোমায় নিয়ে একটু গড়িয়ে নিবো,
সে বুঝি আর হবে না কোন কালেও
হায়! টিপ, অন্য কারো জন্য তোমায় দিয়ে সাজাবো।


একি মেয়ে; তোমার অধর কেন কেঁপে কেঁপে ওঠে
নাসারন্ধ্র কেন স্ফীত হয়ে ফেটে যেতে চায়
আঁখি কেন এত টলোমলো অশ্রুভারে;
তুমি কী আজো বুঝতে পারোনি- বাহ্যিকতা বাহুল্য মাত্র
তুমি যেমন, তেমনি করে থাকবে আমার বাহুডোরে।


রুবু মুন্নাফ
১৮-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।