তোমায় চুমুক বাঁকা চাঁদ, না হোক প্রভাত এই রাত
ঘুম ঘুম দাও চুম, রাত হোক আরো নিঝুম
চুপচাপ চারিপাশ, জোনাকি একরাশ,
খুলে দাও বাতায়ন, এ কোন ঘোর, মাতাল প্রহর
বেঁধো না ওগো ঐ বাহুডোর, ছড়িয়ে দাও দুটি হাত
আজ থাক, খোলা থাক, হৃদয়ের করিডোর।
সুনসান এই রাত, কথা তোমার জমে থাক
এই চোখ, অপলক, চেয়েছে যে কিবা হয়
বোকা চাঁদ, চেয়ে থাক, ভেবে মরুক কে বেশি সুন্দর,
চাঁদ থাক, থাক রাত, জেগে থাক নির্বাক
যে বাঁশি বাজে ঐ দূরের নীপবন, মোহময় মোহময়
বাজে কানে সংশয়, বাঁশি নাকি তোমার সুর মনোহর।
আমি তাই, চলে যাই, যতদূরে নীলিমা
ভোর হোক, চাঁদ ঘুমাক, তুমি ও সাথে চলো না।


রুবু মুন্নাফ
২২-০৫-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।