উল্টো রথে উল্টো পথে চলছে হাওয়ার গাড়ি
ভেল্কি খোঁজে বীর বাঙালী যুগের বসত ছাড়ি।
রকেট যখন উড়াল মারে মঙ্গলেরই পথে
আমরা তখন ডিগবাজী খাই গোলক ধাঁধাঁর সাথে।
সত্য বুড়ি শুনবে নাকি তোমার আর্তনাদ
মিথ্যা মিয়া মুছকি হাসে বাড়ায় খুশির নিনাদ।
পাখির মত চোখ করেছি আমার সাধের ঘর
আসুক তুফান, বজ্র নিশান, গড়বই আমার সংসার।
হাততালি দেয় পাশের বাড়ির অসীম ধুরন্ধর
আমার বসত শূন্য মাঝে, বন্ধ যুগের স্বর।
একলা চলি একলা বলি রুদ্ধ বিবেক হোক
কে কি বলে থোড়াই করি হিংসার জয় তিলক।
এমনি করে খাঁচাটারে আরো ছোট করি
সৌধ বুনি ফ্যান্টাসিতে রকেট টেনে ধরি।


রুবু মুন্নাফ
০৯-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।