এ কেমন ভোর,
শূন্যতার অতলে কুয়াশায় মুখ ঢাকা শহর।
খাঁ খাঁ করা শহরটাকে মনে হয় ভূতুড়ে আস্তাবল
কুঁই কুঁই করে কুকুরের দল শীতের বিরুদ্ধতায় মুখর।
অকস্মাৎ উঁকি দেয়া সূর্যটা যেন প্রাণের উচ্ছ্বাস
কর্মমুখর দিনের শুরু হয় পথচলা-জীবনের ডামাডোল,
লজ্জায় কুমারী বধূর ন্যায় আড়ষ্টতায় মুখ লুকায় সূর্য
আড়মোড়া ভাঙ্গা ঘুমের ব্যাঘাতে বিরক্তির অশেষ
শুরু হওয়া ভোরে বেড়ে যায় জীবনের কলরোল।
তবুও আমাদের শহরে ভোর আসে নিয়ে নতুনের বারতা
রাস্তার মোড়ে জড়োসড়ো পথশিশুর মুখে উষ্ণতার হাসি
ময়লার আগুনে পোড়ে চকচকে লেলিহান শৈশব
শ্রমজীবীর কর্মচঞ্চলতায় মুখর পিচঢালা পথের উষ্ণতা।
একটি অলীক কল্পনায় রসের আমেজ খুঁজি
উষ্ণতায় খুঁজে বেড়াই মায়ের আদর,
গ্রামের পুকুরে শীতের সকালে ছ্যাৎ করে উঠা কৈশোর
খড় লতাপাতায় আগুন জ্বালানো পৌষের ভোর।
এই শহর, মানে না ভোর-
জেগে থাকে জীবনের কোলাহল
উষ্ণতার কম্বল ফেলে এসে শুরু হয় প্রাত্যহিক কল্লোল।


রুবু মুন্নাফ
০৯-০১-২০১৮
গুলশান-২, ঢাকা।