কতটা প্রাণে দহন হলে ও পোড়ে না হৃদয়
কতটা দুঃখে পুড়ে ও কারো হৃদয় কথা কয়
কতটা হেঁটে এসে ও পথের সীমা জানা না যায়
কতটা ভারে ও বুকে কভু পাথর জমা না হয়।
কতটা জীবন এক সাথে মিলে ও সংসারী কতজন হয়
কতটা তবে ভাগাভাগি হলে ও ভালোবাসা না পুরায়
কতটা গভীরে লুকিয়ে ও কভু অতলেই হারাতে হয়
কতটা শহুরে হয়ে ও দেহাতি আজো অস্তিত্বের সংশয়।


আমি ভালো আছি,
আমার প্রাণে দহনেও কভু পোড়ে না  হৃদয়
হৃদয়ের কথা হৃদয়ে জমে দুঃখ নিয়ে সংশয়।
ভালো আছি আমি,
পথের সীমা এতটা অসীমে পান্থজনে ও জানে না
বুকের গভীরে ভীষণ পাথর ও বুকেতে রাখে না।
ভালো থাকা আমার,
বিবাগী জীবনে সংসারের নেই কোন ছলাকলা
ভালোবাসাহীন জীবনে ভাগের নেই কোন ঝামেলা।
এই তো বেশ চলছে জীবন,
তলাহীন এক জীবনে অতলে হারাবে কি আর
দেহাতি আমি আজো নিতে পারি নি শহরের গুরুভার।


রুবু মুন্নাফ
০৮-০৫-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।