ভাবিস না তুই আলগা বাঁধন আমার কথার বেণী
বাঁধব তোরে যতন করে, রাখব করে ঋণী।
আমার শরীর কঠিন পাথর মনের বড় খামতি
জড়িয়ে ধরে ঝাপটি করে, রইব সারা রাতি।
তোর শরীরের ওড়না দিয়ে বানাব এক ছাতি
আঁধার রাতে জোনাক পোকায় জ্বালিয়ে দিয়ে বাতি।
তোর কপালের লাল টিপটা আমায় একটু দিবি
আকাশগঙ্গায় বানাব এক পাতালপুরীর ডিবি।
তুই কি চাস না তোর শরীরের ঘ্রানটা একটু নিই
আধো বাধো কল্পনাতে তোকে এঁকে দিই।
অধরটা কী সাজিয়ে রাখবি মন পবনের রূপে
ছুঁই ছুঁই জলে হারিয়ে যাবি দিবি তোকে সঁপে।
ছেড়ে দিবি চুলগুলো তোর এলিয়ে পড়া দেহে
থোকায় থোকায় ঝুলতে থাকুক আমার মনের গৃহে।
তুই কী জানিস তোকে নিয়ে গল্পকথা লিখি
বিষাদগুলো লুকিয়ে রাখি সুখগুলোই রাখি।
তোর আবেশে বিবশ হয়ে স্মৃতির ঘোরে হারাই
নয়ন তোরে খুঁজে ফেরে খাঁচা ছেড়ে পালাই।
তুই কী একটু শুনবি আমার গহীন মনের কথা
তোরই জন্য গল্পগাঁথায় খুশির বারতা।
একটু আদর আমার জন্য এক আসমান তারা
তোকে নিয়ে শূন্য বসত তুই যে অবাক সিতারা।
তুই কী জানিস ভীষণ রাত্রি একলা ভোর হয়
দুঃখ পুষিস, দুঃখ পুষিস- বাঁচার নামই তো বিষ্ময়।
জানিস কী তুই অচিন পাখি কেন ডানা ঝাপটায়
সুখ খুঁজেছিস, দুঃখ বেচিস- রাখিস মণিকোঠায়।
তুই তো জানিস অবুঝ আমি, বেবুঝ আমার মন
ভালোলাগার সবটুকুই তোরই জন্য নিবেদন।


রুবু মুন্নাফ
০১-০২-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।