ছলাৎ করে হৃদপিন্ড থেকে কিছুটা রক্ত
বাইরে বেরিয়ে আসে তিরতিরে উত্তেজনায়,
চারদিকে ধমনী, শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে
ঘুম আর জাগরণের মাঝামাঝি এক উন্মাদনায়।
কেমন ঘোর ঘোর লাগা অনুভূতিতে ঘর বাহির হয়
তীব্র ভাবাবেগে মুখে কুলুপ আঁটা বোবা চাহনির মিনতি,
এই কী ভালোবাসার প্রথম প্রকাশ! হায়! সর্বনাশ
এক ভালোলাগা আড়ষ্টতা সুখ সুখ দারুণ বেসাতি।


চলতি পথে থমকে দাঁড়ায়, আনমনে বিড়বিড় করে চলে
এই বুঝি সামনে এসে পড়লো, নিমিষেই সব ওলটপালট
কিছু বলবে বলে সামনে দাঁড়ায়, আগল খোলে না
চুরচুর করে বুক ভাঙ্গে মুখের সামনে বন্ধ হয় কপাট।
হায়! এ কেমন থরথর কম্পন হৃদপিন্ডের শিরায় শিরায়
বুঝি রক্তের নাচনে সমস্ত ইন্দ্রিয়ে কাঁপন ধরায়,
কি এক অসম্ভব তাড়না ঘুম আর জাগরণে হানা দেয়
হায়! অবুঝ প্রেম, সব যেন লন্ডভন্ড করে দিতে চায়।


একেক সময় দুঃসহ ক্লান্তি নেমে আসে
সব চেয়ে ছুঁড়ে দিয়ে মন ভাবুক হয়ে যায়,
অসীম শূন্যতায় আক্রোশে বজ্রমুষ্টি ছুঁড়ে মারে
হায়! ভালোবাসাবাসি বুঝি সবার জন্য নয়।


রুবু মুন্নাফ
৩০-০৫-২০১৮
দক্ষিণ বনশ্রী, ঢাকা।