যাক চলে;
যা এসেছিল ভুলে।
না আসুক তা;
যা লেখা নেই এ ভালে।
শূন্যতা এরচেয়ে ঢের বেশি ভালো।


কী পেলে, কি হতো;
ভাবি নাকো সে তো!
আঁধারেই বাঁচি, জ্বালি আধারেতে আলো।


কতো ত্যাগ,
নিষ্ফল ভুল সাধনায়।
যা পেয়েছি,তাই বা ক'জন পায়;
যত্নহীন, দু-পায়ে ঠেলে;
কত সাধুজন, কত কি হারায়।


আজ হাসি কাল ভালো ভেবে
তবু হায় ফাল্গুনের ফুল
ঝরে যায় বর্ষায় এসে।
বৈশাখী ঝড়ো হাওয়া নিয়ে যায় অচেনা বিদেশে।


কি হবে আর জেনে;
কে নিয়েছি মেনে?
কার ছিলো কতটুকু জয় ?
কালোবেলা শেষে, কি হবে হিসেবে?
কার হলো কতো পরাজয়।