সৃষ্টি যেদিন হলো মায়ের উদরে;
নিঃশব্দে কতো কথা ক'ই।
আমি তো একা নই,
আমি বাংলায় কথা কই।


তারপর জন্ম যেদিন,
শুরু হলো বলবার  ঋণ।
কত কথা বলেছি যে তায়
না বলেও বুঝে নিলো মা'য়।


আঁধার ঠেলে জেগে ওঠা সূর্য
বলে দেয় "এবার জেগে ওঠ"।
ফসলের ঘ্রাণ নিয়ে ছুটে চলা যে হাওয়া
ভরে দেয় বাংলার বুক।


কখনো ডুবে গেছি হতাশার সাগরে
কখনো হয়ে গেছি লীন।
মায়ের ভাষার তরে দিয়েছি যে রুধি
তবুও থাকি নি ভাষাহীন।


বিলীন হয়েছে তারা আজ,
বাংলার হরণে যারা হয়েছিল ধৃষ্ট।
সকল হৃদয়ে আছে বাংলার ভালোবাসা,
একুশ হয়েছে আজ শ্রেষ্ঠ।


হৃদয়ে থাকুক সকল ভাষার সমান অধিকার।
সালাম নিও সালাম,রফিক, বরকত ও জব্বার।
আমরা একা নই,
আমরা বাংলায় কথা কই।


২১/০২/২০২১
বগুড়া, বাংলাদেশ।