বিজয় আমার প্রত্যুষে ফোটা
দীঘির জলে শাপলা ফুল;
বালিকা বধূর কর্ণে ঝুলানো
কলমি লতার কানের দুল।


বিজয় আমার পুবেল হাওয়ায়
ঢেউ খেলানো সবুজ মাঠ;
বিজয় আমার ঊষা-লগ্নে
আযান ধ্বনির  সুপ্রভাত।


বিজয় আমার আকাশ সীমায়
উড়তে থাকা ছোট্ট চিল;
বিজয় আমার ছোট্ট ঘরে
উড়তে থাকা লাল ফড়িং।


বিজয় আমার গোলা ভরা ধান
পুকুর ভরা রুই কাতল;
বিজয় আমার গড়ের মাঠে
কিশোর যুবার দস্যি দল।


বিজয় আমার বিশ্ব জুড়ে
বাংলাদেশের সব অর্জন;
লাল সবুজের উর্দি পড়ে
ক্রিকেট মাঠের সে গর্জন।


#বিজয়ের_শুভেচ্ছা_সকলকে
১৬ ডিসেম্বর, ২০২০
দারোগা বাড়ি, বগুড়া।
বাংলাদেশ