নিষ্ঠা, সে যে শুষ্ক পথে অক্লান্ত চলা;
ওহে ওঠ,তন্দ্রা এলে ঠেলা দিয়ে বলা।
নয় সেতো ধ্যানীর আত্মবিসর্জন,
কিংবা তপস্যির নিষ্ঠুর অধ্যবসায়,
করে সে সচেতন,বিস্মৃত হলে মন
নৈতিক শৈথিল্য রাখে যে সতর্কতায়।


শক্তির অপচয় কত রূপে রোজ হয়,
কত বাজে কথায়, কত বাজে কাজে।
রাখো তবু শক্তির কিঞ্চিৎ সঞ্চয়,
ছাড়িওনা মাত্রা ঝাঁজে কিবা লাজে।


পাইলে পিপাসা খাবি কি রে বল,
জলাধারের ছিদ্রপথে পড়ে গেলে জল?
এমনি কত সতর্কবাণী দিয়ে যায় হররোজ,
দিনের শেষে ক্লান্ত হলে; নিষ্ঠা ছাড়া
কেউ রাখেনা কাহারো কোন খোঁজ।