ঠিক করেছিলাম--
তোমাকে ভাববো না কোনদিন।
দম বন্ধ হয়ে আসার আগ মুহূর্তে,
এক পেগ সুরায় নিজেকে সঁপে দেওয়াই ঠিক।
তবুও তোমাকে ভাববো না কোনদিন!
কী হবে ভেবে?
অথচ দেখো ---
ঠিক কোথায়, ভাবনাকে থামিয়ে দিব,
সেটা ভাবতেই সকাল গড়িয়ে বিকেল এসে যায়।
না তোমাকে ভাবছি না!
কী হবে ভেবে?
সন্ধ্যায়---ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে।
বাগানে কয়েকটা বেলী ফুল ফুটেছে;
অথচ গন্ধ পাচ্ছিনা!
কে জানে---ওরাও অভিমান করেছে কিনা!
হাতিরঝিলের পাড়ে কিনে দেয়া বেলীর
তরতাজা গন্ধটা মনে পড়ে গেলো।
তবুও তোমাকে ভাবছি না!!
কী হবে ভেবে?
তোমাকে ভাবছি  না বলে,
আজও পূর্ণতা খুঁজি;
কোলাহলে মুখরিত ব্যস্ততায়,
কিংবা---
অচেনা পথের বাঁকে দাঁড়িয়ে;
জীবনের অর্থ খোজার আপ্রাণ প্রচেষ্টাতে।
তবুও তোমাকে ভাবছি না!
কী হবে ভেবে???