পাহাড় এমনই হয়,
দূর থেকে নেয় মুগ্ধ করে টেনে;
কেউ জানেনা, কতো ধুলিকণা,
কতো কঙ্করে , গড়ে এ বেশ।


কতো শত কুঁড়ি নিত্য গজায়,
কতো সমুদ্র হয় অতল;
দেখতে গেলেই বিষাদ জাগে,
মুগ্ধতা যে হয় নিঃশেষ।


পাহাড় এমনই হয়,
দূর থেকে নেয় মুগ্ধ করে টেনে;
কতো শিশিরে রোমাঞ্চ জাগে,
কতো ফুলে তার হয় বাসর।
কতো অভিমান  জ্বালামুখী তে
কতো ঝর্ণা যে ঝরে অঝোর ।


পাহাড় এমনই হয়,
দূর থেকে নেয় মুগ্ধ করে টেনে।
কেউ জানেনা তাহার বুকে
কোন সে ডেড়ায় আকর লু'কে
কোন কারণে স্তব্ধতা নেয় মেনে।


পুরুষ, সে তো পাহাড় ই হয়।