রাত পোহালেই বাড়ছে যে আয়,
আড়াই হাজার ডলার
কত মহাজন, কত আয়োজন,
হিসেব কষে বলার।


উন্নয়নের ছুটছে লাগাম,
ভাঙছে রেকর্ড বুক।
টোকাই আমি, গৃহহীনে,
রোজ হচ্ছি বড়লোক।


ঠোঙা বেঁচে মাইনে যা পাই
তাই দিয়ে কি হয়।
রোজ যা কামাই, হাত পেতে ভাই,
দিনের বেলায় ক্ষয়।


রোজ সকালে সূর্য হাসে,
স্বপ্ন হাসে চোখে।
স্বপ্ন আমার দু-মুঠো ভাত,
তা-ও জোটে না মুখে।


রাতের রানী, রাতের রাজার,
এই শহরে আলো।
রঙ্গিন কত স্বপ্ন আমার,
এই শহরেই কালো।


থাকলে বেঁচে, বাপ টা আমার;
থাকতো মোদের ঘর।
বাপ হারালো, ঘর হারালো,
সবাই স্বার্থপর।


আজ যদি মা, থাকতো বেঁচে,
বলতো ডেকে কাছে।
আয় রে মানিক কোলের ভিতর,
বাইরে যে শীত আছে।


১৪ ডিসেম্বর ২০২১
বগুড়া, বাংলাদেশ