গোপন তোমায় বহুকাল খুঁজি নাকো,
বহু পথ একা দিয়েছি ওগো পাড়ি।
অজানায় মন তবুও ভেসে  ভেসে,
বিষন্নতায় করছে শুধু আড়ি।


মন পড়েছে উগ্র মেঘে ঢাকা;
এই কালো সে, এই কখনো সাদা।
গোপন তুমি শূন্যে উড়াও ঘুড়ি,
নাটাই থাকুক গোপন সুতোয় বাঁধা।


গোপন তুমি গোলাপ হয়ে ঝড়ো,
অশ্রু হওয়া যায়না তোমার সাথে।
গোপন তুমি এবার সুধা ঢালো,
মোম জোছনায় রঙিন করা রাতে।


রজনীগন্ধা হলেও হতে পারো,
গোপন তোমায় গোপন শিয়রে পুষি।
গন্ধে আকুল মর্ম কভু না জানে,
কোন সে গোপন পাপের দোষে দোষী ।