কত জীবন ঘুরে,
আবার এসেছি ফিরে,
কল্পিত সেই দেবত্বের গৃহে -
শুনি  প্রাণের ধ্বনি,
দোলা লাগে যখনি,
হটাৎ যেন চমকে উঠি-
সহসা আপনারে ভুলে,
আনমনে দুচোখ মেলে,
দেখেছো আমার পূজার ফুল-
কত অবজ্ঞা নিয়ে,
পড়ে রবে ভূয়ে,
তোমার মন্দিরের  মাটির বুকে-
জেনে রেখো তুমি,
ওই পাথর চুমি-
হয়তো একদিন মিশে যাবো-
শেষ নিশ্বাসের বাতাসে,
উড়ে যাবো আকাশে,
অতৃপ্তির অন্তিম হাসি দিয়ে -
বিলীন হবো একদিন,
যদি বাজে বীণ!