আবার উঠবো জেগে,
চির তরুণের বেশে,
এই মাটির বুকে।
হয়তো সেদিন আবার -
গত জীবনের মতো,
ঘৃণা আর অবজ্ঞায়,
ছুঁড়ে ফেলে দিবে-
নর্দমার এঁদো পুকুরে!
হয়তো সেদিন কেউ -
অনিচ্ছার বশবর্তী হয়ে,
ছুঁয়ে দেখবেনা দেহ!
তবুও অতৃপ্ত মন,
ভেসে বেড়াবে আকাশে,
মাটিতে পাহাড়ে জঙ্গলে।
অপলক চাহুনির মাঝে,
কেবলই স্বপ্নের মুকুল,
ঝরে যাবে তোমাদের-
হৃদয়ের মাঠে ময়দানে।