পথহারা পথিকের দ্বারে-
কে'যেন দাঁড়িয়ে--
কুয়াশার সাগর মাড়িয়ে,
এলে অবেলায়,  
বিষন্ন বদনে দেখি,
ওই মুখ!
সেই মহাপ্রলয়ের পরে,
ঘুমিয়ে গেছে,
ধ্বংস স্তুপের ভিতর!
দুর্লভ কহিনুরের
ভয়ার্ত আত্মমায়ার মুর্তি!
যেন বহুদিন,
এই বুনো পথে-
গেছে ঝরে।
সেই তো এলে,
কত বছর পরে-
এই দেশে-
সফেৎ সাগরের জলে,
ভেসে ভেসে,
শুপ্ত বেদনার ঘরে!
পরশ বুলাতে--
ধুনটের চেনা পথে,
হারিয়ে হৃদয়,
কোথায় খুজবে এমন,
অতৃপ্ত মন!
বহুদিন বহুকাল বহুবছর -
শুধু তোমাকেই
দেখেছি তপনের মাঝে--
অতীতের অন্ধকারে!