যদি  আমি আবার ফিরে আসি,
কোন এক ভরা পূর্ণিমায়-
সদ্য জন্ম নেয়া শিশুর মতো!
তোমাদের এই  নশ্বর ধুলার পৃথিবীতে।
সেদিন ঘুমের নগরীর পথে,
হেঁটে যাবো দূর  হেমন্তের সকালে!
হয়তো সেদিন হয়তো আবার -
থমকে দাঁড়াবো তোমার  খেয়ালি দুয়ারে।
ভাবনার আকাশে দেখবো তখন -
ওই ছায়াপথের অচিন গ্রহ!
তারপর আবার মিশে যাবো বাতাসে।