আমার দিন ফুরিয়ে গেলো,
শুধু আশায় বুক বেঁধে -
আর কতদিন এমনকি করে,
হাওয়ায় উড়ে যাবো দূরে!
ঠিকানা বিহীন পথে পথে,
আর কতকাল লিখে যাবো,
এই জীবনের অতৃপ্ত ইতিহাস।

যদি পারো এবার ক্ষমা করে,
ঠাঁই দাও তোমার চরণ তলে।
দেখো আমাকে একবার ভালো-বেসে!
এই মনের বীণায় কেবলই বাজে,
তব নামে শ্বাশত অমরত্বের সুর।
যে' স্বর একদিন দিয়েছিলে উপহার,
আমার এই আঁধার মনের গঙ্গায়।

সেই স্মৃতি বুকে নিয়ে আজও চলি,
ধুসর গোধূলির আবছায়া গাঢ় অন্ধকারের ভিতর,
কখনো আবার দুরন্ত কোন শিশুর মতো,
দুর্বার গতিতে ছুটে চলি কালের সাহারায়!
যখন এ'দেহের পশ্চিম আঙিনায় নেমে  আসে,
চরম বিষাদের ঘোর অন্ধকারের ঘনঘটা,
তখন নিজেকে হারাই দক্ষিণের আচমকা বাতাসে।