যদি পারো একবার পৃথিবীর মোহ ভুলে,
মিশে যাও আমার এই অদৃশ্য জলে-
চেয়ে দেখো সেই প্রেমের সুপ্ত  গঙ্গায়,
ভেসে চলেছে এক অমরত্বের শ্বাশত তরী!
সেই কবেকার অন্ধকার রাতের শেষ প্রহরে,
মাঝি তোমার তুলেছে  জীবন নৌকার পাল-
ভেসে চলেছে দক্ষিণের মৃদু  বাতাসের তালে।
সেই থেকে কত নিশি ভোর হলো,
কত স্বপ্নের মুকুল ঝরে গেলো আঁধারে,
কত সদ্য ফোঁটা প্রস্ফুটিত গোলাপের সৌরভ,
মিশে গেছে এই বুনো পথ ধরে -
খুঁজে ফিরেছে তোমার মনের বিশাল আকাশ।