আমার এই আঁধার মন্দিরে,
সেই কবে আলোর আসন পেতে,
কোথায় যেন লুকিয়ে ছিলে,
কোন সে নামহীন অরণ্যের গভীরে,
মিশে ছিলে খেয়ালি মনে।
ঘুমিয়ে ছিলে আমার হৃদয় পিঞ্জরে,
গেয়েছো ভাঙা গড়ার গান,
অন্তরিক্ষের গুপ্ত গুহায় পর্দা ফেলে,
নিষ্পাপ কণ্ঠের আওয়াজ তুলে,
আমার এই পৃথিবী করেছো শাসন।
অথচ এতো কাছে থেকেও-
জীবনে কোন-দিন একটিবার!
দেখা হয়নি আমার কল্পিত সেই -
ঐশ্বরিক নূরের বাতি ঘর।