জানিনা কোন পাপের ভুলে,
একদিন দিয়েছিলে ফেলে,
অন্ধকার এই অদৃশ্য কারাগারে,
পাখি ছটফট করে,
মৃত্যুর প্রহর গুনে গুনে,
বসে থাকে ধ্যানে।
কখন বাঁজবে বাঁশী,
শেষ হবে এই নিশি।
কেটে যাবে রাত-
যখন যমদূত রাখবে হাত!
অতি সংগোপনে একাকী,
হৃদয়ে তোমার মুক্তির চালাকি।